রাজধানীর খিলক্ষেত বাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের বয়স আনুমানিক (৫৫) বছর হবে। রোববার (১৫ আগস্ট) ভোরের দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া সাতটার দিকে তাকে মৃত ঘোষণা করে।
খিলক্ষেত থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর খান জানান, খবর পেয়ে খিলক্ষেত বাজার রেলগেট এলাকায় রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া স্থানীয়রা জানিয়েছে তিনি ভবঘুরে ছিলেন।
নিহতের ডান হাত কাটা তবে তার পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা ক্রাইমসিনকে খবর দিয়েছি। নিহতের পরনে ছিল পীত কালারের একটি প্যান্ট ও খালি গা তার ডান হাত কাটা ছিল।