এস এম শিমুল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর ৩ নং দালাল বাজার ইউনিয়নের খন্দকারপুর গ্রামের হারুন মেম্বারের বাড়ির সামনে দিয়ে মোন্দার বাড়ি এবং হামিদার বাড়ি হয়ে যে রাস্তাটি তালতলার দিকে যাওয়ার মূল রাস্তার সাথে মিশেছে তার বিভিন্ন জায়গায় ভেঙ্গে পুকুরে পড়ে গেলেও তা এখনো মেরামত করা হয় নি। ফলে এলাকাবাসীর ভোগান্তি চরমে খানা কন্দকে ভরা ও রাস্তা কিছু অংশ পুকুরে ভিতরে চলে গেছে । এলাকা বাসী জানায়, এ ব্যাপারে বেশ কয়েকবার চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোন পদক্ষেপ নেয়া হয় নি। প্রতিদিন শত শত লোক এই রাস্তা দিয়ে চলাফেরা করে। অনেক সময় কেউ অসুস্থ হলেও তাকে হাসপাতালে নিতে বেশ অসুবিধার সৃষ্টি হয়। এলাকাবাসীর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পরিবহনে দেখা যায় পায়ে হেঁটে হাতে-মাথায় করে নিতে হয়। রিক্সা সাইকেল কোন কিছুই চলার উপায় নেই। এই ব্যপারে চেয়ারম্যান সোহেল বলেন, রাস্তাটি ধ্রুত মেরামত করা হবে।
