ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চাঞ্চল্যকর সাগর হত্যা মামলার প্রধান আসামি রবিনকে বিদেশি অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব।

বুধবার (২৫ আগস্ট) র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘এ বিষয়ে যাত্রাবাড়ীর ধলপুরে র্যাব-১০-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।’
জানা গেছে, টাকা ধার দেওয়াকে কেন্দ্র করে চলতি বছরের ১৫ জুলাই কেরানীগঞ্জের অটোরিকশাচালক সাগরের (২০) সঙ্গে তার বন্ধু শুভ, শামীম ও রুবেলসহ কয়েকজনের কথা কাটাকাটি হয়।
এর জেরে ১৭ জুলাই রাতে কদমতলী গোলচত্ত্বর পেট্রোল পাম্পের সামনে গ্রেফতার রুবেলসহ অন্য সহযোগীরা অটোরিকশা থেকে নামিয়ে সাগরকে মারধর করে। প্রাণে বাঁচার জন্য পালানোর চেষ্টা করলে রুবেল সাগরের ডান কাঁধ ও কোমরের বাঁয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাগরকে উদ্ধার করে দ্রুত রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা জমির আলী (৪৫) বাদী হয়ে দক্ষিণ কেরণীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।