মহিউদ্দিন সরকার, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় ডাইরয়িার প্রার্দূভাব বৃদ্ধি পেয়েছে।প্রতিদিন বাড়ছে আক্রান্তরে সংখ্যা। বুধবার (২৭ এপ্রলি) কেন্দুয়া উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় ২০ জনের মতো পুরাতন ও নতুন রোগী চিকিৎসা নিচ্ছেন । ডাইরিয়ায় আক্রান্ত ছিলিমপুর গ্রামের মোঃ হাফেজ খান (৭০), তার পুত্রবধু কানন আক্তার (৩০) ও নাতনি তানিশা (৭ মাস), জামাল খান (৪০), কাশিপুর গ্রামের মতিউর রহমান (৯৯), টেঙ্গুরী গ্রামের রিয়াদ (২২), আইথর গ্রামের জেসমিন আক্তার (৪০)সহ অন্তত ১৫ জন হাসপাতালে ভর্তি আছেন। তারা জানান, হঠাৎ করে পাতলা পায়খানা ও বমি শুরু হয়ে শরীর দুর্বল হয়ে পড়ছে। ডাইরিয়া ওর্য়াডের দায়িত্বে থাকা সিনিয়র স্টাপ নার্স জাকিয়া আক্তার জানান, রমজান মাসে বাহিরে ইফতার, অত্যাধিক গরম ও কৃষি কাজের মৌসুম- ইত্যাদি কারণে ফুট পয়জনিং হয়ে ডাইরিয়ার প্রার্দূভাব দেখা দিয়েছে। কেন্দুয়া উপজলো হাসপাতালের আবাসকি মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার মাশরুফ ওয়াহিদ বলেন, এক সপ্তাহে ৬০ থকেে ৭০জন ডাইরিয়ায় আক্রান্ত রোগী হাসপাতালে এসেছেন। গড়ে প্রতদিনি ১৫-১৬ জন আক্রান্ত রোগী হাসপাতালে আসায় ডাইরিয়া আক্রান্তরে সংখ্যা বাড়ছে। ৫০ শয্যার এই হাসপাতালে ডাইরিয়া ওয়ার্ডে বেড বাড়াতে হয়েছে। তিনি বলেন গরমে ফুট পয়জনিং এর কারণে ডাইরিয়ার প্রকোপ বেড়েছে। বাহিরে ইফতারসহ বাশি পঁচা খাবার বর্জন এবং ওরস্যলাইন খাওয়ার পরামর্শ দিচ্ছি। আমরা সাধ্যমত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।
