মহিউদ্দিন সরকার, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে পিনিসা আক্তার (৫০) নামে এক নারী খুন হয়েছেন ২৬ এপ্রিল মঙ্গল বার সকাল ৬ টায়। এসময় নিহত পিনিসার ভাই রেহট মিয়া ও ভাইয়ের স্ত্রী আহত হয়েছেন। এঘটনাটি ঘটেছে কেন্দুয়া উপজেলার চিরাং ইউপির কাশিপুর গ্রামে।

নিহত পিনিসা আক্তার কাশিপুর গ্রামের ইউসুফ মিয়ার সুত্রে জানা গেছে, নিহত পিনিসা আক্তার জানু মিয়া নামে এক ব্যক্তির সাথে বিয়ে হয়। প্রায় ১৫ আগে স্বামী দ্বিতীয় বিবাহ করায় নিহত পিনিসা আক্তার সেচ্ছায় স্বামীর সংসার ত্যাগ করে বাবার বাড়িতেই থাকতেন। পিনিসার এক খণ্ড ভূমি নিয়ে প্রতিবেশী এরশাদ মিয়া ও সালেক গংদের বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমি নিয়ে আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে কথার কাটাকাটি এক পর্যায়ে সংর্ঘষে লিপ্ত হয়। এসময় পিনিসা ভল্লমের আঘাতে গুরুতর জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এঘটনায় পরিবারে চলছে শোকের মাতম।
এ ব্যাপারে জানতে চাইলে কেন্দুয়া থানা ওসি কাজী শাহনেওয়াজ এ প্রতিনিধিকে জানান নিহতের পরিবারের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পিনিসা আক্তার খুন হয়েছেন। লাশের সুরতহাল করা হচ্ছে। খুনিদের ধরতে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।