ঢাকামঙ্গলবার , ২৯ জুন ২০২১
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খোলা কলাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চাকরি

কৃষ্ণসাগরে ফের অনুসন্ধান জাহাজ ‘পাঠাচ্ছে’ তুরস্ক

350
Tanim Tv
জুন ২৯, ২০২১ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

তুরস্ক চলতি বছর অথবা ২০২২ সালের শুরুর দিকে কৃষ্ণসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে জাহাজ পাঠাতে যাচ্ছে।

সোমবার দেশটির জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী ফাতিহ ডোনমেজ এ তথ্য জানান।  খবর ডেইলি সাবাহর।

তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী বলেন, তুরস্ক চলতি বছর অথবা ২০২২ সালের শুরুর দিকে কৃষ্ণসাগরে ফের তেল-গ্যাস অনুসন্ধানে জাহাজ পাঠানোর পরিকল্পনা করছে।

এর আগে তুরস্ক সাকারিয়া গ্যাসক্ষেত্রে ৫৪০ বিলিয়ন কিউবিক মিটার প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করে।

ডোনমেজ বলেন, সম্প্রতি আমাসরা-১ কূপে ১৩৫ বিলিয়ন কিউবিক মিটার প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করা হয়। এর আগে তুনা-১ কূপে ৪০৫ বিলিয়ন কিউবিক মিটার গ্যাসের সন্ধান মিলেছিল। ফলে রিজার্ভ গিয়ে দাঁড়ায় ৫৪০ বিলিয়ন কিউবিক মিটারে।

তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী বলেন, এটা প্রচুর সম্ভাবনাময় একটি অঞ্চল। আশা করছি ওই অঞ্চল থেকে আরও সুখবর মিলবে।

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com