কুড়িগ্রামের উলিপুরে বিয়ের প্রলোভনে ৮ম শ্রেণির শিক্ষার্থীকে (১৪) ধর্ষণের দায়ে রুবেল ইসলাম বকুল (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ। ওই শিক্ষার্থী বর্তমানে ৪ মাসের অন্তঃসত্ত্বা। ঘটনা জানাজানি হলে কিশোরীর অভিভাবকরা থানায় অভিযোগ দেয়।

অভিযোগের প্রেক্ষিতে রোববার (২০ জুন) ভোরে রুবেল ইসলাম বকুলকে গ্রেফতার করে উলিপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত রুবেল ইসলাম বকুল উপজেলার ধরণিবাড়ী ইউনিয়নের দক্ষিণ মধুপুর মধ্যপাড়া (ভাটিয়াপাড়া) এলাকার মোজাম্মেল হকের পুত্র।
অভিযোগে জানা যায়, শিক্ষার্থীটির আসা-যাওয়ার পথে রুবেল ইসলাম বকুল নামে ওই যুবক বিভিন্নভাবে প্রলোভন দেখাতো। পরে তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে। এরফলে মেয়েটি ৪ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পরে। অন্তঃসত্ত্বার খবর পাওয়ার পর যুবক রুবেল ইসলাম বকুল মেয়েটিকে এড়িয়ে চলা শুরু করে। পরে মেয়ের কাছে পরিবারের লোকজন সবকিছু শুনে ছেলের সাথে যোগাযোগ করা হলে বিষয়টি অস্বীকার করে সে। ফলে শনিবার দুপুরে উলিপুর থানায় অভিযোগ দায়ের করে কিশোরীর বাবা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উলিপুর থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ কবির জানান, রুবেল ইসলাম বকুলেকে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্তঃসত্ত্বা কিশোরীটির ডাক্তারি পরীক্ষা চলছে।