ঢাকাবুধবার , ৩০ আগস্ট ২০২৩
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার মাহি!

350
তানিম টিভি
আগস্ট ৩০, ২০২৩ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

এ সময়ের ব্যস্ততম অভিনেত্রীদের একজন সামিরা খান মাহি। কাজের ব্যস্ততার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব তিনি। কয়েক দিন আগেই প্রেমিককে সামনে আনেন এই অভিনেত্রী। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমিকের সঙ্গে ছবি প্রকাশ করে কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হয়েছেন মাহি।

অভিনেত্রীর প্রেমিকের নাম সাদাত শাফি নাবিল। পারিবারিকভাবে তাদের গাড়ির ব্যবসা রয়েছে। করোনাকালে সময়ে ভালোবাসার আদান-প্রদান হয় এই জুটির।

মঙ্গলবার (২৯ আগস্ট) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করেন মাহি। যেখানে দেখা যায়, কোনো এক ওয়াশরুমে অভিনেত্রীকে পেছন থেকে জড়িয়ে ধরে রেখেছেন তার প্রেমিক।

ছবিটির ক্যাপশনে নাবিল লিখেছেন, ‘হ্যাপি প্লেস’। সেখানে কমেন্টবক্সে ‘লাভ’ ইমোজি দিয়ে প্রেমিকের প্রতি ভালোবাসার কথা প্রকাশ করেছেন মাহি।

তবে নেটিজেনদের একাংশ অভিনেত্রীর এই ছবিতে নানান ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। একজন প্রশ্ন করেছেন, ক্যামেরাম্যান ওদের সঙ্গে বাথরুমে কী করে? তবে এর জবাবে মাহি লেখেন, কারণ এটা একটা ফটোশুট ছিল।

একজন মন্তব্য করেন, বিয়ের আগেই এসব! ছি ছি! এক নেটিজেন প্রশ্ন তুলেছেন, ফটোশুটটা ওখানেই করতে হবে? অন্যদিকে বেড রুমের ছবিও চেয়ে বসেন এক ব্যক্তি। যদিও এ সব মন্তব্যর বিপরীতে কোনো প্রতিক্রিয়া দেখাননি মাহি।

প্রসঙ্গত, সামিরা খান মাহির আসল নাম ফারজানা ইয়াসমিন কলি। ২০১৪ সালে মডেল ও অভিনেত্রী হিসেবে মিডিয়ায় পথ চলা শুরু এই অভিনেত্রীর। এখন পর্যন্ত কাজ করেছেন বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনে।

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com