মোঃ আহসান উল্লাহ, কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জের কটিয়াদীতে রোববার (৬ জুন) বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা
অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা করা হয়েছে। বিকেলে কটিযাদী
পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার
টাকা জরিমানা করা হয়। কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের
সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক এই অভিযান পরিচালনা করেন।
অভিযান প্রসঙ্গে জানা যায়, কটিয়াদীতে মাংসের দোকানগুলো তে নেই কোন
মূল্য তালিকা। দোকানদারদের ইচ্ছে মতো মূল্যে বিক্রি হচ্ছে মাংস। কারো কাছে
৫৫০ টাকা, কারো কাছে ৫৩০ টাকা আবার কারো কাছে ৫০০ টাকায় বিক্রি
হচ্ছে মাংস। মূল্য তালিকা না থাকায় ভাই ভাই মাংসের দোকান কে ৫০০ টাকা,
মেয়াদ উর্ওীর্ণ ঔষধ রাখার অপরাধে কবির মেডিসিন কর্ণার কে ২ হাজার টাকা,
মেয়াদ উর্ওীর্ণ পণ্য বিক্রির অপরাধে স্বর্ণালি ষ্টোরকে ৫০০ টাকা, নোংরা
পরিবেশে খাবার পরিবেশন ও উৎপন্ন করার অপরাধে শামসু মিয়া হোটেল কে ৫০০
টাকা, অতিরিক্ত মূল্যে মাল্টা বিক্রির অপরাধে শিবলু মিয়া ফলের আড়ৎ কে ২ হাজার
টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স পারভেজ ষ্টোর এন্টারপ্রাইজ
কে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠানের
মালিকদের কে মোট সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি
ব্যাবসায়ীদেরকে আইন মেনে সঠিকভাবে ভোক্তাদের অধিকার নিশ্চিত করে ব্যাবসা
পরিচালনা করার নির্দেশ প্রদান করা হয়।
এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কটিয়াদী পৌরসভার
স্যানিটারী ইন্সপেক্টর দিদারুল আলম রাসেল। এছাড়াও উক্ত অভিযানে সার্বিক
সহযোগিতা প্রদান করেন কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস টিম।
