ওমর আলী মোল্যা, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর জেলার কালীগঞ্জে পয়তাল্লিশ ভূমিহীন প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহারের ঘর পেয়ে খুশিতেআধত্মহারা কালীগঞ্জউপজেলার ভূমি ও গৃহহীন পয়তাল্লিশ পরিবারকে মুজিববর্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ৩য় পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর উপলক্ষে ঘরের চাবি ও সনদ হস্তান্তর করেন বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, গাজীপুর -৫ আসনের সাংসদ জনাব মেহের আফরোজ চুমকি এমপি।কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আসসাদিকজামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মামুন সরদার উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোয়াজ্জেম হোসেন পলাশ,এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার,উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মতিন সরকার, সাধারণ সম্পাদক জনাব এইচ এম আবু বকর চৌধুরী,কালীগঞ্জ পৌর মেয়র জনাব এস এম রবিন হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্ত আরও ছিলেন উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনের মাধ্যমে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউএনও বলেন, কালীগঞ্জ উপজেলায় ১২৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের তালিকা প্রণয়ন করা হয়েছে। ইতিমধ্যে ওই তালিকার ১ম পর্যায়ে ২৫টি ও ২য় পর্যায়ে ২০টি করে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। ৩য় পর্যায়ে ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী ভিডিও কনফান্সের মাধ্যমে উদ্ভোদন এর পর স্থানীয় সাংসদ নিজে উপস্থিত থেকে ৪৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা । এছাড়াও বাকী ৩৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পর্যায়ক্রমে জমি ও গৃহ প্রদান করা হবে।