কাজী নাফিস ফুয়াদ মাদারিপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে পূর্বশত্রুতার জেরে মোঃ চান্দু ভুইয়া(৪৫)নামের এক অসহায় কৃষককে প্রতিপক্ষ হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় এলাকাবাসি তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন। আজ সকালে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসি সুত্রে জানাযায়, মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েত নগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামের মোঃ হাসু ভুইয়ার ছেলে মোঃ চান্দু ভুইয়া মেয়ারহাট বাজারে পাট বিক্রয় করে বাড়ি ফেরার পথে স্থানীয় ক্রন্দলের কারনে পূর্বশত্রুতার জেরে কবির খার গ্রুপের ফয়সাল তালুকদার, রাসেল খা,ফিরুজ মৃধা,হারিছ মৃধা সহ১০/১২ জন সঙ্গবদ্ধ হয়ে জোর করে ট্রলারে নিয়ে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে পাশ্ববর্তী শিকার মঙ্গল এলাকার দক্ষিন কাজীকান্দি মোসলেম খার বাড়ির পূর্বপাশ্বে ফেলে রেখে যায়।
পরে স্থানীয় এলাকাবাসি তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন।
আজ সোমবার সকাল এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আহত চান্দু ভুইয়া বলেন, আমি মেয়ারহাটে পাট বিক্রি করে বাড়ি যাইতেছি,সেই সময় কবির খার গ্রুপের১০/১২জন আমারে টেনেহিঁচড়ে ট্রলারে উঠিয়ে নিয়ে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটায়।
চান্দু ভুইয়ার স্ত্রী মোসাঃ সমেলা বেগম বলেন,ওরা আমার স্বামীরে নিয়া মাইরা ফেলতো,আমি ওদের বিরুদ্ধে থানায় মামলা দিব।
তবে নামপ্রকাশে অনেচ্ছুক,একাধিক এলাকাবাসী বলেন, দীর্ঘ কয়েক বছর যাবত আপাং কাজী এবং কবির খার মাঝে স্থানীয় ক্রন্দল চলে আসছে। নিয়ে কালকিনি থানায় দুই পক্ষেরই বিরুদ্ধে মামলা রয়েছে।
এ সময় প্রতিপক্ষের সাথে যোগাযোগের চেস্টা করেও তাদের পাওয়া যায় নি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন, আমাদের কাছে এখনও কোন অভিযোগ আসেনি,তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com