কর্ণফুলী প্রতিনিধি,:চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা সমাজসেবা অফিস থেকে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তির টাকা (চেক) প্রদান করা হয়েছে।রোববার (১৩জুন) উপজেলা পরিষদের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার শাহীন সুলতানা প্রতিবন্ধী শিক্ষার্থীদের এই উপবৃত্তির টাকা প্রদান করেন।

এ সময় উপজেলা সমাজসেবা অফিসার সোহানুর মোস্তফা শাহরিয়ারের সঞ্চালনায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ৫৪জন শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি দেয়া হয়েছে। চেক বিতরণকালে উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com