ঢাকাবৃহস্পতিবার , ১০ জুন ২০২১
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খোলা কলাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চাকরি

করোনা ভাইরাস, নওগাঁয় ২৪ ঘন্টায় আরো একজনের মৃত্যু, আক্রান্ত ৯৪ জন

350
তানিম টিভি
জুন ১০, ২০২১ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রির্পোটারঃকরোনা ভাইরাস, নওগাঁয় গত ২৪ ঘন্টায় আরো ১ জন ব্যক্তির মৃত্যু। এসময় নতুন আক্রান্ত হয়েছেন আরো ৯৪ জন।
নওগাঁর সিভিল সার্জন ডাঃ এ বি এম আবু হানিফ জানিয়েছেন, মোট ৩৭২ ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৯৩ ব্যক্তির নওগাঁ সদর হাসফাতালে এ্যান্টিজেন পরীক্ষা এবং ১৭৯ ব্যক্তির রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়। নওগাঁ জেলায় গত ২৪ ঘন্টায় আক্রান্তের হার ২৫ দশমিক ২৬ শতাংশ প্রায়। গত ২৪ ঘন্টার মধ্যে করোনা আক্রান্ত হয়ে নওগাঁর উপজেলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে নওগাঁ জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেরে দাড়ালো ৪৯ জনে।
নওগাঁয় করোনা ভাইরাসে নতুন আক্রান্তের সংখ্যা উপজেলান ভিত্তিক হলো, নওগাঁ জেলা সদর উপজেলায় ১২ জন , রানীনগর উপজেলায় ৩ জন, আত্রাই উপজেলায় ৮ জন, মহাদেবপুর উপজেলায় ৪ জন, বদলগাছি উপজেলায় ২ জন, মান্দা উপজেলায় ৫ জন, ধামইরহাট উপজেলায় ৮ জন, সাপাহার উপজেলায় ১২ জন, পোরশা উপজেলায় ৬ জন এবং নিয়ামতপুর উপজেলায় ৩৪ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ২ হজার ৬শ’ ৮৬ জন। এ সময় ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২২ জন। এ নিয়ে জেলায় সর্ব মোট সুস্থ হয়েছেন ২ হাজার ১শ’ ৩ জন।
অপরদিকে জেলায় গত ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ২৬৪ ব্যক্তিকে, তবে এ সময় কোয়ারেন্টাইন থেকে কেউ ছাড়পত্র পান নি।
নওগাঁ জেলা সিভিল সার্জন জানিয়েছেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে নওগাঁ জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা হাসপাতাল গুলোতে চিকিৎসাধীন আছেন ৩৬ জন। অপর আক্রান্তরা নিজ নিজ বাড়িতে অবস্থান করেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহন করছেন বলেও জানানো হয়েছে। অপরদিকে জেলা প্রশাসন সহ জেলা পুলিশ সর্ব-সাধারন যেন স্বাস্থবিধি মেনে চলাচল করেন সে জন্য সব সময় মাঠে কাজ করছেন।

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com