ঢাকাসোমবার , ৩০ আগস্ট ২০২১
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খোলা কলাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চাকরি

কমিশন করে আগস্টের কুশীলবদের খুঁজে বের করতে হবে

350
Tanim Tv
আগস্ট ৩০, ২০২১ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

১৯৭৫ সালের ১৫ আগস্ট এবং ২০০৪ সালের ২১ আগস্ট হত্যাযজ্ঞের কুশীলবদের খুঁজে বের করে জাতির সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এজন্য একটি কমিশন গঠন করে কঠিন বিচার করার কথা বলেন তিনি।

সোমবার (৩০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

কৃষিমন্ত্রী বলেন, ‘পচাত্তর পরবর্তী সময়ে স্বাধীনতার ইতিহাসকে ছিন্নভিন্ন করে সাম্প্রদায়িক চেতনাকে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা করেছিল স্বাধিনতাবিরোধীরা। এখনো তারা সোচ্চার আছে। ১৫ এবং ২১ আগস্ট হত্যাযজ্ঞ একইসূত্রে গাঁথা। যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে তারা বঙ্গবন্ধুর পরিবারকে একেবারে নিশ্চিহ্ন করতে চেয়েছিল।’

তিনি বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা এবং ১৫ আগস্ট হত্যাযজ্ঞের পেছনে অপশক্তির মদদদাতাদের খুঁজে বের করতে একটি কমিশন গঠন করতে হবে। যে কমিশন মূলহোতাদের খুঁজে বের করবে।’

তিনি বলেন, ‘দেশের আগ্রাসন ধর্মান্ধতা রোধে সংস্কৃতিকর্মীদের বড় ভূমিকা রয়েছে। সংস্কৃতিকর্মীদের মাধ্যমে দেশের মানুষকে যুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। সঠিক পথ দেখাতে হবে।’

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি নাট্যজন ফালগুনী হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সৈয়দা রুবিনা আক্তার মিরা এমপি, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান ও জোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com