ঘটনাটি ফ্রান্সের উত্তরাঞ্চলে ঘটেছে। পরিবারের এক স্বজনের মৃত্যুতে বাড়িতে চলছিল আহাজারি। হঠাৎ সেখানে অপরিচিত এক নারীকেও আহাজারি করতে দেখা যায়। যদিও মৃতের স্বজনরা তাকে চেনেন না। এ সময় তিনি কফিনের আশেপাশেই ঘোরাঘুরি করছিলেন। মূলত সেখানেই বাধে বিপত্তি।

আগন্তুক সেই নারীর বয়স ষাটের আশেপাশে। তার দাবি, এবার যে নারী মৃত্যুবরণ করেছেন অর্থাৎ যার অন্ত্যেষ্টিক্রিয়ায় তিনি উপস্থিত হয়েছিলেন, তিনি তার ঘনিষ্ঠ বান্ধবী। মূলত বান্ধবীকে শেষ শ্রদ্ধা জানাতেই তিনি কফিনের কাছে যান। এরপর কফিন খুলে তাকে মরদেহটি দেখানোও হয়। আর সেই সুযোগটাই কাজে লাগান এই নারী।
তিনি কফিনের কাছে চলে যাওয়ার পর মৃতের পরিবারের লোকজন একটি বিষয় খেয়াল করেন। তারা দেখেন, প্রাণ হারানো নারীর দেহে যেসব অলঙ্কার পরানো ছিল- যেমন তার গলার হার, নাকের ফুল, কানের দুলসহ বিভিন্ন অলঙ্কার মৃতের দেহ থেকে উধাও হয়ে গেছে।
ব্যপারটি খেয়াল করার পরপরই মৃতের পরিবারের লোকজন সম্পূর্ণ বিষয় প্রশাসনকে জানান। এরপর পুলিশ এসে বাড়িতে অনুসন্ধান শুরু করে। মূলত এর কিছুক্ষণ পর পুলিশ সন্দেহভাজন ওই নারীকে শনাক্ত করেন। এ সময় তিনি বাড়ির পাশেই ছিলেন। এরপর সেখান থেকে তাকে আটক করে সব অলঙ্কার উদ্ধার করা হয়।
যদিও ঘটনাটি এখানেই শেষ নয়। পরবর্তীকালে জানা যায়, এদিন সেখানে একজনের মানিব্যাগও চুরি হয়েছে। সেই মানিব্যাগটিও ওই নারীর কাছ থেকেই উদ্ধার করা হয়।
উল্লেখ্য, যখন সন্দেহভাজনের বাড়িতে তল্লাশি চালানো হয়, তখন পুলিশ সাম্প্রতিককালে এলাকাটিতে যারাই মৃত্যুবরণ করেছেন তাদের নাম খুঁজে পায়। যেখানে মৃতদের পরিবারের সদস্যদের ব্যক্তিগত কক্ষগুলোতে প্রবেশের প্রক্রিয়াও লেখা ছিল। গ্রেফতারকৃত নারীকে ২০২২ সালে আদালতে তোলা হবে বলে জানায় পুলিশ।