ঢাকাশনিবার , ১৭ জুলাই ২০২১
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খোলা কলাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চাকরি
আজকের সর্বশেষ সবখবর

কঠোর লকডাউনে সঞ্চয়ের টাকা ফেরত পেলেন ব্র্যাক গ্রাহকরা

350
Tanim Tv
জুলাই ১৭, ২০২১ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী পঞ্চগড় প্রতিনিধি ঃ কঠোর লকডাউনে সকল এনজিও অফিস বন্ধ থাকলেও সঞ্চয়ের টাকা ফেরত পেলেন ব্র্যাক এনজিও’র গ্রাহকরা। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা ও বোদা উপজেলার ৬টি ব্রাঞ্চের গ্রাহক তাদের সঞ্চয় হতে প্রতি গ্রাহক ২০০০/- টাকা করে ঘরে বসেই বিকাশের মাধ্যমে ফেরত পেয়েছে।

মহামারী করোনা ভাইরাস সংক্রমন রোধে সারাদেশে গত ১লা জুলাই ২০২১ তারিখ হতে কঠোর লকডাউন ঘোষনা দিয়েছিল সরকার। এর কারনে বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ মানুষের জীবন যাত্রা স্থবির হয়ে পড়লে গ্রাহকদের জমানো টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয় ব্র্যাকের উর্ধতন কর্তপক্ষ। সংকটকালে সঞ্চয়ের টাকা ফেরত দেওয়ায় অত্যান্ত খুশি হয়ে ব্র্যাক এনজিও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গ্রাহকগণ।

আটোয়ারী উপজেলার সুখ্যাতি গ্রামের রশিদা বেগম ও বোধগাঁও গ্রামের হাসিনা বেগম এবং বোদা উপজেলার তাতিপাড়া গ্রামের সুফলা ও নয়াদীঘি গ্রামের নবিজা ব্র্যাক গ্রাহক জানান, লকডাউনের কারনে তাদের উপার্জন বন্ধ হয়ে গিয়েছিল।

সামনে কোরবানি ঈদের বাড়তি খরচ কিভাবে সামাল দিবেন এনিয়ে ছিলেন মহা দুশ্চিন্তায়। এই দুঃসময়ে নিজেদের জমানো টাকা ফেরত পেয়ে তারা চিন্তামুক্ত হতে পেরেছেন। ব্র্যাক আটোয়ারী উপজেলা শাখা ব্যবস্থাপক(দাবি) সুনীল কুমার রায় বলেন, আমাদের কর্মীরা প্রতিনিয়ত মোবাইল ফোনে গ্রাহকদের খোজখবর নিচ্ছেন।

সেই সাথে স্বাস্থ্য সচেতনতামুলক পরামর্শ প্রদান করছেন এবং অর্থনৈতিক সহযোগিতার প্রয়োজন রয়েছে কিনা সে বিষয়েও খোজ খবর রাখছেন। যারা সংকটে আছেন তাদেরকে সঞ্চয়ের টাকা বিকাশে পাঠিয়ে দেওয়া হয়েছে। বোদা উপজেলার এলাকা ব্যবস্থাপক (দাবি) শাহ মোঃ আব্দুল আসাদ বলেন, গ্রাহকদের চাহিদার ভিত্তিতে কঠোর লকডাউনে ব্র্যাক অফিস বন্ধ থাকলেও পঞ্চগড় জেলার মাইক্রোফাইন্যান্স(দাবি) কর্মসুচির গ্রাহকদের ১৯৫জনের মধ্যে প্রত্যেক গ্রাহককে দুই হাজার টাকা করে মোট ৩ লাখ ৯০ হাজার টাকা তাদের সঞ্চয় থেকে বিকাশের মাধ্যমে প্রদান করা হয়েছে।

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com