ঢাকাবৃহস্পতিবার , ১৯ আগস্ট ২০২১
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খোলা কলাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চাকরি
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার রুটে প্রতিদিন ৬টি ফ্লাইট নভোএয়ারের

350
Tanim Tv
আগস্ট ১৯, ২০২১ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

নভোএয়ার শুক্রবার (২০ আগস্ট) থেকে কক্সবাজার রুটে প্রতিদিন ৬টি করে ফ্লাইট পরিচালনা করবে। একই সঙ্গে কক্সবাজারে ভ্রমণ প্যাকেজও ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

নভোএয়ার সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ঢাকা থেকে প্রতিদিন সকাল সাড়ে ৮টায়, সকাল সাড়ে ৯টায়, দুপুর ১২টায়, দুপুর দেড়টায়, বিকেল ৩টা এবং ৪টা ২০ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। একইভাবে কক্সবাজার থেকে সকাল ১০টা ৫ মিনিটে, বেলা ১১টা ৫ মিনিটে, দুপুর ১টা ৩৫ মিনিটে, বিকেল ৩টা ০৫ মিনিটে, ৪টা ৩৫ মিনিটে ও ৫টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

কক্সবাজারে জনপ্রতি সর্বনিম্ন ১ হাজার ৯০০ টাকার মাসিক কিস্তিতে ভ্রমণপিপাসুদের সাশ্রয়ী মূল্যে আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ ঘোষণা করেছে নভোএয়ার। দুই রাত তিন দিনের প্যাকেজের আওতায় বিমান ভাড়া, হোটেল ভাড়া, বিমানবন্দর থেকে হোটেল যাওয়া-আসা, সকালের নাস্তার ব্যবস্থা রয়েছে।

কক্সবাজারের শীর্ষ ৮টি হোটেলে দেশের ২০টি শীর্ষ বেসরকারি ব্যাংকের কার্ড ব্যবহারকারীরা বিনা সুদে ৬ মাসের সহজ কিস্তিতে এই প্যাকেজে ভ্রমণ করতে পারবেন।

নভোএয়ার বর্তমানে প্রতিদিন চট্টগ্রাম রুটে ছয়, যশোর রুটে ছয়, সৈয়দপুর রুটে ছয়, সিলেট রুটে দুই, বরিশালে দুই এবং রাজশাহীতে দুইটি করে ফ্লাইট পরিচালনা করছে।

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com