ঢাকামঙ্গলবার , ১৭ আগস্ট ২০২১
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খোলা কলাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চাকরি

এই জয় সম্পূর্ণ আলাদা : কোহলি

350
Tanim Tv
আগস্ট ১৭, ২০২১ ১১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

চারদিন শেষে ভারতই যেখানে কোণঠাসা ছিল পঞ্চম দিনে ভোজবাজির মত পাল্টে গেল সব। হারের শঙ্কায় থাকা কোহলি বাহিনী লর্ডস টেস্ট জিতে নিল ১৫১ রানের বড় ব্যবধানে!

সফরকারিরা ১৮২ রান এগিয়ে থেকে হাতে মাত্র ২ উইকেট ছিল। ফলে হারের শঙ্কা ভর করেছিল ভারতের ওপর। স্বীকৃত ব্যাটসম্যান বলতে আর কেউই ছিলেন না। দলের খারাপ সময় নিজেদের কাধে দ্বায়িক্ত তুলে নেন মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহ। দুজনের ২০ ওভারের অবিচ্ছিন্ন জুটি স্কোর বোডে যোগ করে মহাগুরুত্বপূর্ণ ৮৯ রান। তারা দুজনে যথাক্রমে করেন ৫৬* ও ৩৪* রান।

এই জুটির ৮৯ রানে ভর করে ৮ উইকেটে ২৯৮ রান নিয়ে ইনিংস ঘোষণা করে ভারত। দিনের খেলা তখন বাকি ৬০ ওভারের মতো। ৬০ ওভারে ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৭২ রান।

তখনও মনে হচ্ছিল ভারত কোনোমতে হার এড়ালেও ড্রয়েই শেষ হবে লর্ডস টেস্ট। কিন্তু বুমরাহ-সিরাজের বোলিং তান্ডবে ৬০ ওভারও টিকতে পারেনি স্বাগতিকরা। শেষ ঘণ্টায় যখন ৮ ওভারের মত বাকি, তখনই জয়োল্লাসে মাতে ভারতীয় শিবির।

ম্যাচ শেষে কোহলি বললেন, তাদের বিশ্বাস ছিল ৬০ ওভারেই ইংল্যান্ডের ১০ উইকেট তুলে নেয়া সম্ভব হবে। তারপরও এই জয়কে একদম অন্য কাতারে রাখছেন ভারতীয় অধিনায়ক। কোহলি বলেন, ‘আমাদের মনে হয়েছিল ৬০ ওভার যথেষ্ট সময় ইংল্যান্ডের দশ উইকেট ফেলার জন্য। তবে এই জয় সম্পূর্ণ আলাদা।’

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com