ঢাকারবিবার , ৬ ফেব্রুয়ারি ২০২২
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খোলা কলাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চাকরি
আজকের সর্বশেষ সবখবর

উড়ন্ত জয়ে হাজারতম ম্যাচ রাঙিয়ে রাখল ভারত

350
Tanim Tv
ফেব্রুয়ারি ৬, ২০২২ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক: মাঠে টস করতে নেমেই অনন্য এক ইতিহাস গড়েন ভারতের রোহিত শর্মা ও ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। কারণ এদিন যে প্রথম দল হিসেবে ওয়ানডেতে একহাজার ম্যাচ খেলার গৌরব অর্জন করে ম্যান ইন ব্লুরা। আর এ দিনটিকে বর্ণিল জয় দিয়ে রাঙাল ভারত। আবার এদিন প্রথম ওয়ানডেতে ভারতে পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে অভিষেকও হয় রোহিত শর্মার। এর আগে যদিও অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন কিন্তু তা পাকাপোক্তভাবে নয়।

রোববার (৬ ফেব্রুয়ারি) ভারতের আহমেদাবাদে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয় স্বাগতিক ভারত ও সফরকারি ওয়েস্ট ইন্ডিজ। চাহালের চার উইকেটের পর ব্যাট হাতে অধিনায়ক হিসেবে অভিষিক্ত ম্যাচে অর্ধশত করেন রোহিত। এতে ক্যারিবিয়দের বিপক্ষে জয় ৬ উইকেটের।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সামনে মুখ থুবড়ে পড়ে পোলার্ডের দল। দলীয় শতরানের আগেই ৭ উইকেট হারিয়ে বসে তারা। কিন্তু অষ্টম উইকেটে জেসন হোল্ডার ও ফ্যাবিয়ান অ্যালেনের ৭৮ রানের জুটিতে শেষ পর্যন্ত ১৭৬ রান করতে সক্ষম হয় সফরকারিরা। হোল্ডার দলের পক্ষে সর্বোচ্চ তিনি ৭১ বলে ৪টি ছয়ের সাহায্যে ৫৭ রান করেন।

ভারতের হয়ে বল হাতে ত্রাস ছড়ান যুজবেন্দ্র চাহাল। তিনি ৪৯ রানে ৪ উইকেট লাভ করেন। ওয়াশিংটন সুন্দর ৩টি, প্রাসিধ কৃষনা একটি উইকেট লাভ করেন।

চাহাল এদিন ভারতের হয়ে সবচেয়ে কম ওয়ানডে খেলে পঞ্চম ক্রিকেটার হিসেবে শততম উইকেট শিকার করেন। ৬০তম ম্যাচে এসে ১০০ উইকেট পেলেন তিনি। এই তালিকায় সবার ওপরে আছেন মোহাম্মদ শামি। ৫৬ ম্যাচে শততম উইকেটের দেখা পান এই পেসার।

ক্যারিবিয়দের দেয়া লক্ষ্যমাত্রা ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে রোহিত শর্মা ও ইশান কিশান ৮৪ রানের জুটি গড়েন। রোহিত আলজারি জোসেফের বলে এলবির ফাঁদে পড়লে ভাঙে জুটি। তার আগে তিনি ৫১ বলে ১০টি চার ও এক ছয়ে ৬০ রানের ইনিংস খেলেন। রোহিতের ৯ রান পরই বিদায় নেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি। তিনি ৪ বল থেকে করেন ৯ রান। এরপর ২৮ রান করে ইশান কিশান ও ১১ রান করে রানআউটের ফাঁদে পড়েন ঋষভ পন্ত। দলীয় স্কোর তখন ১১৬ রান। সেখান থেকে সূর্য্য কুমার যাদব ও দীপক হুদা দলকে জয় পাইয়ে দিয়ে মাঠ ছাড়েন। সূর্য্যকুমার ৩৪ রানে ও দীপক হুদা ২৬ রানে অপরাজিত থাকেন।

ক্যারিবিয়দের হয়ে আলজারি জোসেফ ২টি, আকিল হোসেন একটি উইকেট লাভ করেন। ভারতের হয়ে বল হাতে ৪ উইকেট নেয়া চাহাল হন হাজারতম ম্যাচের প্লেয়ার অব দ্য ম্যাচ।

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com