ঢাকাসোমবার , ৫ জুলাই ২০২১
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খোলা কলাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চাকরি

ঈদে লবণ সরবরাহ নিশ্চিতে বিসিকের তাগিদ

350
Tanim Tv
জুলাই ৫, ২০২১ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য প্রায় ১ লাখ টন লবণ ব্যবহৃত হয়। এ অবস্থায় ঈদুল আজহাকে সামনে রেখে লবণ কারখানাগুলো নিয়মিত চালু রেখে লবণ সরবরাহ নিরবচ্ছিন্ন করতে বলেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

রোববার (৪ জুলাই) সংস্থাটির একটি নির্দেশনায় এ কথা বলা হয়। এতে বলা হয়েছে, আগামী ঈদুল আজহায় কোরবানিকৃত পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য লবণ ব্যবহৃত হয়। ঈদুল আজহার সময় চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য কম/বেশি ১ লাখ টনের মতো লবণের প্রয়ােজন হয়।

এই সময়ে সকল লবণ কারখানা নিয়মিত চালু রেখে লবণ প্রক্রিয়াজাত করে ডিলার/পাইকারি/খুচরা বিক্রেতা পর্যায়ে নিরবচ্ছিন্নভাবে সরবরাহের ব্যবস্থা করলে স্থানীয় পর্যায়ে চামড়া সংরক্ষণের জন্য লবণের চাহিদা পূরণ করা সম্ভব হবে।

এমতাবস্থায়, আসন্ন ঈদুল আজহায় কোরবানিকৃত পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য লবণ কারখানা নিয়মিত চালু রেখে উৎপাদিত লবণ ডিলার/পাইকারি/খুচরা বিক্রেতা পর্যায়ে নিরবচ্ছিন্নভাবে সরবরাহের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিসিক।

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com