এম আর মিল্টন, টাঙ্গাইল প্রতিনিধি: দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক। উত্তরবঙ্গের ২২ টিসহ ২৪ জেলার যানবাহন চলে এই মহাসড়কে। ঈদে ঘরমুখো মানুষদের জনদুর্ভোগের ভয়ানক আতঙ্কের নাম। ঈদ আসলেই ছুটির দিন থেকেই যাত্রীদের কারণে গণপরিবহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়। ফলে ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকতে হয় ঘরমুখো মানুষদের। তবে এবার, টাঙ্গাইল জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো মহাসড়কে যানজট নিরসন ও সহনীয় পর্যায় রাখতে নিয়েছেন নানা উদ্যোগ।
এ মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব ১৩ কিলোমিটার সড়ক দুই লেন। যার কারণে এ অংশে গতবারের মতো এবারো যানজটের আশঙ্কা করছেন পরিবহন মালিক, শ্রমিকরা ও যাত্রীরা। এ সময় মহাসড়কের পাশে টয়লেট না থাকায় প্রকৃতির ডাকে সাড়া দিতে যাত্রীদের পড়তে হয় চরমে দুর্ভোগে। বিশেষ করে নারী যাত্রীদের পড়তে হয় চরম বিপাকে।
এলেঙ্গা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটে যাত্রীদের দুর্ভোগের আশঙ্কার বিষয়টি মাথায় রেখে মহাসড়কের বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে ২৫টি অস্থায়ী পাবলিক টয়লেট। আর এমন উদ্যোগ নিয়েছেন কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকী। তার ব্যক্তিগত উদ্যোগেই তিনি এ টয়লেটগুলো স্থাপন করছেন বলে জানা গেছে । এছাড়া যাত্রীরা যেন ভোগান্তিতে না পড়েন সেদিকেও নিরাপত্তার ব্যবস্থা করেছেন তিনি।
এ মহাসড়ক দিয়ে চলাচল করা পরিবহন শ্রমিক ও যাত্রীরা জানান, মহাসড়কের বিভিন্ন স্থানে অস্থায়ী টয়লেট দেখা যাচ্ছে। সত্যিই এ উদ্যোগটি প্রশংসার দাবী রাখে। ঈদে ঘরমুখো যাত্রীরা যানজটের কারণে প্রকৃতির ডাকে সাড়া দিতে কষ্ট হয়। নারী যাত্রীরা পড়েন বিভ্রান্তিকর অবস্থায়। অস্থায়ী টয়লেট থাকায় তাদের সমস্যা অনেকটাই কম হবে।
এ ব্যাপারে মেয়র নুর এ আলম সিদ্দিকী বলেন, ঈদ আসলেই এ মহাসড়কে যানজটের কবলে পড়েন ঘরমুখো যাত্রীরা। এতে করে যাত্রীদের প্রকৃতির ডাকে সাড়া দিতে কষ্টকর হয়ে পড়ে। বিশেষ করে নারী যাত্রীরা পড়েন বিভ্রান্তিকর অবস্থায়। তাই মহাসড়কে চলাচলরত পরিবহন শ্রমিক ও যাত্রীদের কষ্ট লাগবের কথা ভেবে মহাসড়কের বিভিন্ন জায়গায় অস্থায়ী ২৫টি পাবলিক টয়লেট স্থাপন করা হয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ ( ওসি) আতাউর রহমান জানান, গত দুই বছর করোনা থাকার কারণে ধারণা করা হচ্ছে এবার গণপরিবহনে চাপ কয়েকগুণ বাড়বে। ফলে যাত্রীদের বঙ্গবন্ধু সেতু মহাসড়কে জ্যামে আটকে থাকতে হতে পারে দীর্ঘক্ষণ। আর এসময় যাত্রীরা প্রকৃতির ডাকে সাড়া দিতে বিপাকে পড়েন। নারী যাত্রীদের ভোগান্তি হয় আরও বেশি। যাত্রীদের এ দুর্ভোগের কথা চিন্তা করে এলেঙ্গা পৌরসভার মেয়র মহাসড়কের পাশে অস্থায়ীভাবে ২৫টি পাবলিক টয়লেট নির্মাণ করেছেন। যা সত্যি প্রশংসনীয়
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com