ঢাকাসোমবার , ২ আগস্ট ২০২১
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খোলা কলাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চাকরি
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলি তেল ট্যাংকারে হামলার দায় প্রত্যাখ্যান ইরানের

350
Tanim Tv
আগস্ট ২, ২০২১ ১১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

ওমান উপকূলে ইসরায়েলি মালিকানাধীন তেল ট্যাংকারে হামলার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানকে দায়ী করেছে ইহুদিবাদী দখলদার সরকার। তেল আবিবের সেই দাবি প্রত্যাখ্যান করে রবিবার (১ আগস্ট) তেহরান জানায়, ঘটনাটির সঙ্গে ইরান কখনোই জড়িত নয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়ীদ খতিবজাদেহ বলেন, ওই জায়নিস্ট সরকার (ইসরায়েল) নিরাপত্তাহীনতা, সন্ত্রাস ও সহিংসতা তৈরি করছে। ইরানের জড়িত থাকার এসব অভিযোগের নিন্দা জানায় তেহরান।

এ সময় প্রকৃত ঘটনা থেকে মনোযোগ সরাতে ইসরায়েল অভিযোগ করছে যা ভিত্তিহীন বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার তেল ট্যাংকারে হামলার ঘটনায় দুই জন নিহত হন। এদের মধ্যে একজন ব্রিটিশ নাগরিক এবং অন্যজন রোমানিয়ার নাগরিক। লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান জোডিয়াক ম্যারিটাইমের অধীনে পরিচালিত হচ্ছিল এমভি মার্সার স্ট্রিট নামের ওই জাহাজটি। হামলার সময় এটি আরব সাগরের ওমান উপকূলে ছিল।

শুক্রবার একটি বিবৃতিতে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান জোডিয়াক ম্যারিটাইম জানিয়েছে, দুই কর্মীর মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। এতে আর কেউ আহত হয়নি বলেও জানায় তারা।

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com