কাজী নাফিস ফুয়াদ, মাদারিপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার জন্ম নিবন্ধন সনদের পাসওয়ার্ড কজ্বা করে বিপুল পরিমান অর্থের বিনিময়,বে-আইনি ভাবে জন্ম নিবন্ধন সনদ বিতরন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উদ্যোক্তা মোঃ নাজমুল হাসানকে আটক করে আদালতে প্রেরন করেছেন পুলিশ।
মহিলা উদ্যোক্তা আকলিমা খানম ও তার স্বামী স্কুল শিক্ষক খোকন হাওলাদার জরিত।
সরেজমিন, স্থানীয় এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে আকলিমা খানম ও মোঃ নাজমুল হাসান ইউনিয়নে উদ্যোক্তা(udc)এর কাজ করে আসছেন। তারা উক্ত ইউনিয়নের সকল প্রকার বাসিন্দাদের বিভিন্ন সেবা প্রদান করবেন, যার মধ্যে অন্যতম জন্ম নিবন্ধন।
কিন্তু তারা সেবার প্রদানের নামে মানুষের সাথে করে আসছেন জোরজুলুম। তারা হাতিয়ে নিচ্ছেন বিপুল পরিমাণ টাকা।
অতিরিক্ত টাকার লোভে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার জন্ম নিবন্ধন সনদ আইডির পাসওয়ার্ডকে কজ্বা করে জন্ম নিবন্ধন সনদ অনুমোদন করে আসছেন। টাকার বিনিময়ে জন্ম তারিখ কম/বেশী করে দিচ্ছেন পরিষদের উদ্যোক্তারা।
খাসেরহাটের কানুরগাও এলাকার মোঃ রুহুল আমিন জন্ম নিবন্ধন সনদের বয়স বাড়িয়ে এনআইডি তৈরি করারজন্য আসলে উদ্যোক্তা আকলিমা খানম ৫০,০০০/ টাকা দাবি করেন।
পরে নাজমুলের সাথে ২২,০০০/ টাকায় কন্টাকে একটি জন্ম নিবন্ধন সংশোধনের আবেদনের মাত্র ৭ মিনিটের মধ্যে জন্ম নিবন্ধন সনদ সংশোধন করেন উদ্যোক্তা নাজমুল হাসান।
নিজে করতে না পেরে বিষয়টির সমস্ত তথ্য প্রশাসন জানায় আকলিমা। এ ঘটনায় নাজমুল তলব করে উপজেলা প্রশাসনের প্রাথমিক জিজ্ঞাসায় স্বীকার করেন।
পরে ডিজিটাল অপরাধ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করেন কালকিনি থানা পুলিশ।
তবে এ ঘটনায় আকলিমা ও তারা স্বামী ৮৬ নং পরিপত্র সঃ প্রাঃ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ খোকন হাওলাদার জরিত আছে বলে জানা যায়। সে তার ভাড়া বাসায় বসে উদ্যোক্তার কাজ করেন। গোপন সংবাদের ভিক্তি সাংবাদিক উপস্থিত হলে, দ্রুত করে কম্পিউটার ও ল্যাবটপ সরাতে দেখা যায়।
এ ব্যাপারে ইউপি সচিব রিপন চন্দ্র বাড়ৈ বলেন, এর আগেও চেয়ারম্যান এবং আমি আকলিমা খানমকে সর্তক হতে বলেছি, চেয়ারম্যান ল্যাবটপ আচরিয়ে ভেঙ্গে উদ্যোক্তা আকলিমাকে পরিষদ থেকে বের কের দেয়। পরে স্থানীয় প্রভাব শালীদের শুপারীশে কাজ করা সুযোগ দেয়া হয়। তারপর একই অবস্থা। এখন তার স্বামী সরকারি স্কুল শিক্ষক তাকে দিয়ে বাসায় বসে এ সমস্ত কাজ করান বলে শুনতেছি।
কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন, তার বিরুদ্ধে মামলা দায়ের করে মহামান্য আদালতে প্রেরন করা হয়েছে।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com