ঢাকাসোমবার , ৭ ফেব্রুয়ারি ২০২২
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খোলা কলাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চাকরি
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় হেরোইনসহ আটক ১

350
Tanim Tv
ফেব্রুয়ারি ৭, ২০২২ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় হেরোইন সহ শাহাজাহান মিয়া (৫০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। এ সময় তার নিকট হতে দুই টুপলা (২ গ্রাম) হেরোইন উদ্ধার করা হয়।

সোমবার (৭ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার চৌকস পুলিশ অফিসার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ।

এর আগে, রোববার (৬ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ার পূর্ব ধনিয়া স্টাইলিং গার্মেন্টস এর সামনের গলির রাস্তা থেকে তাকে আটক করা হয়। এ সময় ইব্রাহিম (৪৫) নামের আরও এক মাদক কারবারি পালিয়ে যায়।

আটককৃত শাহাজাহান মিয়া (৫০) আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের পূর্ব ধনিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। পলাতক আসামী ইব্রাহিম (৪৫) আশুলিয়ার মিজান নগর বাইশমাইল এলাকার মৃত শেখ আকন্দের ছেলে।

এ ব্যাপারে আশুলিয়ার থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ বলেন, গতকাল নবীনগর বাস স্ট্যান্ড এলাকায় ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের পূর্ব ধনিয়া স্টাইলিং গার্মেন্টস এর সামনের গলির রাস্তায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় করছে। পরে অভিযান চালিয়ে হেরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পূর্বেও মাদকের একাধিক মামলা রয়েছে।

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com