ঢাকাশনিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৩
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খোলা কলাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চাকরি
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় নারী পকেটমার আটক

350
তানিম টিভি
ফেব্রুয়ারি ৪, ২০২৩ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

সাভার উপজেলা প্রতিনিধি: আশুলিয়ায় পথচারীর ব্যাগ থেকে টাকা চুরি করতে গিয়ে হাতে নাতে আটক হয় এক নারী পকেটমার। ভুক্তভোগীরা আটক করে পরে থানায় সোপার্দ করে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার বাইপাইলে এই ঘটনা ঘটে। আটক নারীর নাম আমনা বেগম। আশুলিয়ার জিরানীর বুড়িটেক এলাকার জসিমের বাড়িতে ভাড়া থাকেন।

ভুক্তভোগী নারী জানান, সাভার থেকে আশুলিয়া গাজীরচটে উদ্দেশ্যে রওয়ানা হন । বাইপাইল এলাকায় নেমে রিকাশার জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ দেখেন তার হ্যান্ড ব্যাগের চেইন খোলা। ব্যাগে থাকা প্রায় দেড় হাজার টাকা খোয়া গেছে। পরপাশে থাকা আমেনা বেগমকে ওই নারী সন্দেহ হলে আটক করে। জিজ্ঞাসাবাদে আমানে চুরি কথা স্বীকার করেন। পরে ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে গেলে সেখান থেকে ভুক্তভোগী ও অভিযুক্ত দুইজনকেই আশুলিয়া থানায় পাঠানো হয়।

অভিযুক্ত আমেনা বেগম বলেন, ৩ বছর আগে স্বামী তাকে ছেড়ে চলে যায়। এরপর থেকে অভাবে কারনে বিভিন্ন স্থানে চুরি করে আসছে।

এ বিষয়ে আশুলিয়া থানার এস আই সুব্রত রায় বলেন, টাকা চুরির অভিযোগে এক নারী থানা আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com