আফগানিস্তানের আরও একটি প্রাদেশিক রাজধানী দখল করে নিয়েছে তালেবান। এক বিবৃতিতে তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির উত্তরাঞ্চলীয় জাওযান প্রদেশের রাজধানী শেবারঘানের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। ২৪ ঘণ্টার ব্যবধানে এ নিয়ে দেশটির দু’টি প্রাদেশিক রাজধানী তালেবানের দখলে চলে গেল।

এর আগে গত শুক্রবার বিকেলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জ দখল করে তালেবান। জারাঞ্জ হচ্ছে ইরান সীমান্তের কাছে খুবই গুরুত্বপূর্ণ এক বাণিজ্য কেন্দ্র। এই শহরের চারিদিকের এলাকা দখল করে নেয়ার পর তালেবান আরও সামনে অগ্রসর হচ্ছে।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবিসিকে জানান, সরকারি বাহিনী এখনও ওই শহরে আছে। তারা খুব দ্রুতই তালেবানকে সেখান থেকে সরিয়ে দেবেন বলে দাবি করেন তিনি।
এদিকে উত্তরাঞ্চলীয় কুন্দুজ শহর এবং দক্ষিণের লস্কর গাহ শহরে তীব্র লড়াই চলছে বলে খবর পাওয়া গেছে। এসব শহরে দখলে আগ্রাসী হয়ে উঠেছে তালেবান। অপরদিকে সরকারি বাহিনীও কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ শহরগুলোতে তাদের নিয়ন্ত্রণ ধরে রাখতে মরিয়া হয়ে লড়াই চালাচ্ছে।