সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উপকূল থেকে একটি জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দেশটির উপকূলবর্তী ওমান উপসাগর থেকে সশস্ত্র ব্যক্তিরা পানামার পতাকাবাহী জাহাজটি ছিনতাই করে। যদিও পরবর্তীকালে সেটিকে ইসলামি প্রজাতন্ত্র ইরানে নোঙর করার নির্দেশ দেওয়া হয় বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।

লয়েডস লিস্ট মেরিটাইম ইন্টেলিজেন্স তথ্যটি নিশ্চিত করেছে বলে বুধবার (৪ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ। মিডিয়াটি বলছে, ছিনতাইয়ের শিকার ওই জাহাজটির নাম এমভি অ্যাসফাল্ট প্রিন্সেস। ছিনতাইয়ের পর জাহাজটিকে হরমুজ প্রণালীর সংকীর্ণ অংশের দিকে নেওয়া হচ্ছে।
জাহাজটি কারা ছিনতাই করেছে তা পরিষ্কার না হলেও বিশ্লেষকরা এই ঘটনার জন্য ইরানি বাহিনীকেই সন্দেহ করছেন। তবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, এ ধরনের অভিযোগ তেহরানের বিরুদ্ধে ‘শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডের’ একটি অংশ।
বিবিসি নিউজের নিরাপত্তা সংবাদদাতা ফ্রাংক গার্ডনার বলছেন, এমভি অ্যাসফাল্ট প্রিন্সেস জাহাজটির মালিক দুবাইভিত্তিক একটি কোম্পানি। দুই বছর আগে একই কোম্পানির আরও একটি জাহাজ ছিনতাই করেছিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।
বিভিন্ন রিপোর্টের বরাতে তিনি বলছেন, হরমুজ প্রণালীর প্রবেশ মুখের কাছাকাছি অংশে থাকার সময় এমভি অ্যাসফাল্ট প্রিন্সেস জাহাজটি দখলে নেয় ৯ জন সশস্ত্র ব্যক্তি।