ঢাকাশুক্রবার , ১ সেপ্টেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

আবারও ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধি দল

350
তানিম টিভি
সেপ্টেম্বর ১, ২০২৩ ১০:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধি দল দুই সপ্তাহের জন্য আগামী ৬ সেপ্টেম্বর ঢাকায় আসছে। প্রতিনিধি দলটি কারিগরি প্রতিনিধি দল হিসেবে আর্থিক খাতের বিভিন্ন ঝুঁকি বিষয়ে বাংলাদেশের আইনি কাঠামো নিয়ে আলোচনা করবে। এ আলোচনার ভিত্তিতে আইএমএফের পরবর্তী ঋণের কিস্তি ছাড় করার ব্যাপারে নীতিগত সম্মতি জানাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানায়, আইএমএফের প্রতিনিধি দলটি আগামী ৪ অক্টোবর দেশে আসবে। এ বিষয়ে আইএমএফ বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে। পত্রের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে আলোচনা সূচি নির্ধারণ করতে বলা হয়েছে।

অন্যদিকে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড ও স্টকমার্কেটের কাছ থেকে শর্ত ও পরামর্শ বাস্তবায়নের হালনাগাদ তথ্য আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে চেয়েছে অর্থ মন্ত্রণালয়।

গত জুলাই মাসে আইএমএফের একটি প্রতিনিধি দল ১২ দিনের সফরে ঢাকায় আসে। তারা দেশের ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটে তাদের শর্ত কতটুকু প্রতিফলন হয়েছে তা জানতে চায়। তবে ঋণের জন্য যে মোট ৩৮টি শর্ত রয়েছে তা বাস্তবায়ন নিয়েও আলোচনা অব্যাহত রাখতে চায়। এরই ধারাবাহিকতায় কারিগরি প্রতিনিধি দল ঢাকায় আসছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, এদিকে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থানকালে প্রতিনিধি দল প্রথমদিন অর্থাৎ ৬ সেপ্টেম্বর অর্থ বিভাগের সঙ্গে বৈঠক করবে। ওইদিন তারা বিভিন্ন বিষয়ে জানতে চাইবেন। এর মধ্যে আর্থিক খাতের ঝুঁকি একটি ইস্যু। এ ঝুঁকি এড়াতে বা ঝুঁকি মোকাবিলা করতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চাইবে প্রতিনিধি দলটি। আর্থিক খাতের ঝুঁকি নিয়ে অর্থ বিভাগ থেকে একটি প্রতিবেদন উপস্থাপনের সম্ভাবনা রয়েছে।

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com