তপন কুমার সরকার, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে অবৈধভাবে সরকারি যাইগাতে স্থায়ী স্থাপনা নির্মাণ করার অপরাধে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। সেইসাথে নির্মিত স্থাপনা আগামী ৩০ এপ্রিলের মধ্যে নিজ খরচে ভেঙ্গে যাইগা পরিস্কার করার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যায়, উপজেলার পতিসর গ্রামের উত্তরপাড়ায় সরকারি ০১ নং খাস খতিয়ানভুক্ত জমিতে আরসিসি পিলার দিয়ে ওই গ্রামের জাকির (৫০) অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। জমিটি খাস জানা সত্ত্বেও অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে আরসিসি পিলার দিয়ে স্থাপনা নির্মাণ কাজ শুরু করলে স্থানীয় ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তার গোচূরীভূত হওয়ায় তিনি সেটা অপসারণের অনুরোধ জানান। কিন্তু অভিযুক্ত ব্যক্তি এ বিষয়ে কর্ণপাত না করে নির্মাণকাজ চালিয়ে যান। সে প্রেক্ষিতে অপদখল হতে সরকারি খাসজমি উদ্ধারের স্বার্থে উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম এর উপস্থিতিতে ২৫ এপ্রিল সোমবার বিকেলে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
এসময় তিনি অবৈধভাবে নির্মিত স্থাপনা আগামী ৩০ এপ্রিলের মধ্যে অপসারণে আদেশ প্রদান করেন। অভিযুক্ত ব্যক্তি আদেশ মেনে নিয়ে ম্যাজিস্ট্রেটের নিকট মুচলেকায় স্বাক্ষর করেন।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com