ঢাকামঙ্গলবার , ১৫ জুন ২০২১
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খোলা কলাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চাকরি

আটদিন পর মহম্মদপুরের খন্ডিত সেই যুবকের পা ও মাথা উদ্ধার

350
Tanim Tv
জুন ১৫, ২০২১ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

আট দিন পর মহম্মদপুরের খন্ডিত সেই যুবক আজিজুরের একটি পা ও মাথা উদ্ধার করেছে র‌্যাব। ১৪ জুন রাতে র‌্যাব, পুলিশ ও দমকল বাহিনীর যৌথ অভিযানে মাগুরা সদরের জগদল ইউনিয়নের ঘোড়ানাছ এলাকার মাসুদ বিক্সসের কাছের কালভার্টের নিচে থেকে একটি পা এবং পাশেই পাটক্ষেত থেকে আজিজুরের খন্ডিত মাথা উদ্ধার করা হয়। র‌্যাব-৬ এই হত্যাকান্ডের মামলাটির ছায়া তদন্ত করেছে।
জানা যায়, ৬ জুন মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালুকান্দি গ্রামের দক্ষিণপাড়া মেইন সড়কের পাশের একটি কুয়া থেকে আজিজুর রহমানের মাথা ও এক পা বিহীন বস্তাবন্দি দেহ উদ্ধার করে মহম্মদপুর থানা পুলিশ। এ ঘটনায় আজিজুরের পরিবার একটি মামলা করে। মামলা অনুযায়ী সোমবার (১৪ জুন) একজন আসামীকে যশোরের শার্শা থেকে আটক করে র‌্যাব। আটককৃত আসামী আশরাফ আালী (৩৪) এর স্বীকারউক্তিতে এই অভিযান চালিয়ে লাশের খন্ডিতাংশ মাথা ও একটি পা উদ্ধার করা হয়। আসামী আশরাফ পেশায় একজন হোমিও ডাক্তার। সে মাগুরা সদরের মালিক গ্রামের আহম্মদ বিশ্বাসের ছেলে।
এ বিষয়ে অফিসার ইনচার্জ তারেক বিশ্বাস বলেন, আজিজুরকে হত্যা করা হয়েছে মর্মে একটি মামলা করে তার পরিবার। এই মামলার ছায়া তদন্ত করে ব্যার-৬। সে অনুযায়ী অসামী আশরাফকে আটক করা হয়। তার শিকারোক্তিমূলক জবানবন্দিতে খন্ডিত একটি পা ও মাথা উদ্ধার করা হয়েছে।

 

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com