রাজধানীর পূর্ব বাইতুল আমান হাউজিংয়ের গ্যাসের সমস্যা সমাধানের কাজের জন্য আজ রবিবার (৩০ মে) বেশকিছু এলাকায় দুই ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পাশাপাশি সোমবার (৩১ মে) একই এলাকায় একই কাজের জন্য ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব বাইতুল আমান হাউজিংয়ের গ্যাসের সমস্যা সমাধানের কাজের জন্য রবিবার দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুই ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সেই সঙ্গে সোমবার (৩১ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নয় ঘণ্টা একই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। যেসব এলাকায় গ্যাস থাকবে না সেগুলো হলো- শেখেরটেক, আদাবর, বাইতুল আমান হাউজিং, মেহেদী আলিফ হাউজিং এবং আশপাশের এলাকা।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com