বৈশ্বিক মহামারির সংক্রমণ তাণ্ডব দমাতে বন্ধুপ্রতীম দেশ জাপানের উপহার হিসেবে বাংলাদেশে আসছে টিকার চতুর্থ চালান।

মোট ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকার ওই চালানটি শনিবার (২১ আগস্ট) বিকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাপান থেকে ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইট বিকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে শুক্রবার (২০ আগস্ট) টোকিও বাংলাদেশ দূতাবাস জানায়, কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের টিকার চতুর্থ চালান শনিবার (২১ আগস্ট) ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এরই মধ্যে জাপানের স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটে নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইট নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টিকাগুলো নিয়ে যাত্রা করেছে। এই দফায় টিকার সংখ্যা ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ।