করোনা ভাইরাসের কারণে স্বস্তি মিলছে না কিছুতেই। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকের মেগা আসরে প্রভাব বিস্তার করেছে করোনা ভাইরাস। টোকিওতে পদকের সংখ্যার সঙ্গে প্রায় প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে অলিম্পিকে করোনা আক্রান্তের সংখ্যা। আসরের দ্বিতীয় দিন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৭ জনে।

সিএনএন ও আনাদোলু এজেন্সির তথ্য বলছে, এখন পর্যন্ত অলিম্পিকের সঙ্গে সংশ্লিষ্ট ১৩৭ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ জন। এই ১৩৭ জনের মধ্যে বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া খেলোয়াড় রয়েছেন ২৬ জন। আক্রান্তদের মধ্যে বর্তমানে জাপানে অবস্থান করছেন ১৩ জন। জাপান ছেড়ে গেছেন ১২ জন। একজনের তথ্য নিশ্চিত করতে পারেনি আয়োজকরা। বাকি ১১১ জন আয়োজক, সংগঠক, কোচ ও কর্মকর্তা।
অলিম্পিকের এই মেগা আসর বসার কথা ছিল ২০২০ সালে। তবে করোনাভাইরাসের কারণে এক বছর পিছিয়ে যায় টোকিও অলিম্পিক। আনুষ্ঠানিকভাবে পর্দা ওঠে গত ২৩ জুলাই। তার আগেই অবশ্য অলিম্পিক ভিলেজে করোনার অস্তিত্ব পাওয়া যায়।
এদিকে অলিম্পিক গেমসের দ্বিতীয় দিন রোববার জাপানের টোকিও শহরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৬৩ জন।