শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রির্পোটারঃ অবশেষে নওগাঁবাসীর চাওয়া (দাবী) আরটি-পিসিআর ল্যাব চালু হলো, উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী।
মঙ্গলবার বিকালে ২৫০ শয্যা বিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে আরটি-পিসিআর ল্যাব এর শুভ উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
এসময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেন, আরটি-পিসিআর ল্যাব চালু হওয়ার ফলে স্বল্প সময়ে নওগাঁয় করোনা রোগী শনাক্তকরণ এবং করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা সহজ হবে।
নওগাঁ জেলায় প্রায় ৩০ লাখ লোকজনের বসবাস উল্লেখ করে তিনি আরো বলেন, এ ল্যাব না থাকায় করোনা রোগী শনাক্তকরণে সমস্যা হচ্ছিল,করোনা শনাক্ত করতে সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য নওগাঁ থেকে রাজশাহী, বগুড়া এমনকি ঢাকার বিভিন্ন ল্যাবে পাঠানোর কারনে ফলাফল পেতে বিলম্ব হতো।
অনেক ক্ষেত্রে সংগ্রহকৃত নমুনা নষ্ট হয়ে যাওয়ায় সঠিক ফল পেতেও অসুবিধায় পড়তেন নমুনা দেওয়া ব্যাক্তিরা। আজ ল্যাব উদ্বোধনের পর থেকে এ সমস্যা থাকবে না।
উল্লখ্য যে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গত বছর ল্যাব স্থাপনের অনুমোদন পাওয়া গেলেও বিভিন্ন কারণে সেটি স্থাপনের কাজ ঝুলে ছিলো। আরটি-পিসিআর ল্যাবের গুরুত্বপূর্ণ অংশ বায়োসেপটিক ক্যাবিনেট স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরবরাহ না করায় ল্যাবটি চালু করা যাচ্ছিলো না।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের নিজস্ব অর্থায়নে বায়োসেপটিক ক্যাবিনেট কিনে দিয়েছেন। সর্বাধুনিক প্রযুক্তি সুবিধার এ ল্যাবে আজ ( মঙ্গলবার) থেকেই নমুনা পরীক্ষা শুরু হয়। প্রতিদিন এখানে ৯৪ জনের নমুনা পরীক্ষা করে রিপোর্ট দেওয়া সম্ভব হবে বলেও জানাগেছে।
নওগাঁ মেডিকেল কলেজ এর অধ্যক্ষ আব্দুল বারীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সফল সাধারন সম্পাদক, সাবেক বানিজ্যমন্ত্রী মরহুম জননেতা আব্দুল জলিল এর সুযোগ্য ছেলে নওগাঁ জেলা সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মালেক, নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশীদ, নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম, নওগাঁ জেলা পরিষদ চেয়ারম্যান একেএম ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ এবং বিএমএ সভাপতি ডাঃ হাবিবুর রহমান।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com